বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে মো. তৈয়ব(৩৫) নামে বাংলাদেশী এক যুবকের ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬-৪৭ নাম্বার সীমান্ত পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এক যুবকের ডান পায়ের গোড়া বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহমদের পুত্র।
স্থানীয়দের তথ্যমতে, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে মিয়ানমার থেকে গরু এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য পাচারে জড়িত রয়েছে একটি চক্র। চোরাই পণ্য আনতে সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের পার্শ্ববর্তী এলাকায় গেলে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। চলতি মাসে আরও কয়েকবার মাইন বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুল হক জানান, মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর শুনেছি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
প্রসঙ্গত: গত ২৯ মার্চ চাকঢলা সীমান্তে মাইন বিস্ফোরণ মোহাম্মদ সালাম নামে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। গত২৬ মার্চ লেমুছড়ি সীমান্তের ৪৯ পিলারের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণ মোহাম্মদ বাবুল নামের এক বাংলাদেশী যুবকের বাম পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে যায়। সে দোছড়ি ইউনিয়নের বাসিন্দার বাদশা মিয়ার ছেলে। এরআগে ২১ মার্চ রাতে তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম নামক এলাকায় জিরো লাইনের পাশে এক বাংলাদেশীসহ দুজন মাইন বিস্ফোরণে আহত হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com