রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আমছড়ি গাড়িছড়া নামক স্থানে ইটভাটায় মাটি ব্যবহারের উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন পাহাড় কাটার অপরাধে মেসার্স জেবিএম ব্রিকস এবং মেসার্স ইউবিএম ব্রিকস এর মালিক মো: সিরাজুল ইসলাম (৪০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫ (১) এর টেবিলের ক্রমিক নং ০৫ ধারা অনুযায়ী ছয় দণ্ড প্রদান করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক, পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক মো মমিনুল ইসলাম, পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক, কাউখালী থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউখালী থানার অফিসার ইনচাজ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের কারদন্ড প্রাপ্ত মো: সিরাজুল ইসলাম (৪০)কে রাত হয়ে যাওয়ায়া আপাতত কাউখালী থানার হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গামাটির জেল হাজতে প্রেরন করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com