আন্তর্জাতিক ডেস্ক:- গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি এই আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল-বালাহের ৫টি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইল। আর এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। ইসরাইলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে গাজায় এই হামলায় রোববার ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত সপ্তাহান্তে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলাকালীন গাজার ওপর আক্রমণ আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com