শিরোনাম
রাঙ্গামাটিতে সোহাগ হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে দেশজুড়ে নৈরাজ্য : দীপেন দেওয়ান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট সচল,উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট পাহাড়ি গিরিপথে কেন ঝরছে প্রাণ,ঝুঁকিপূর্ণ ঝর্ণায় প্রবেশে বিধিনিষেধ বাস্তবায়ন প্রয়োজন খাগড়াছড়িতে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে নিখোঁজ শিশু পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান উপদেষ্টা নিয়োগে দুই প্রস্তাব শেখ হাসিনার যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকারময় অধ্যায়-স্টেটসম্যানের সম্পাদকীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ডের হত্যার বিচার হবে: আসিফ নজরুল লটারির মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পাবেন ডিসি-এসপিরা

হাতি খায় এমন কোন পছন্দনীয় খাবার বাড়ির আঙিনায় লাগাবেন না – বন সংরক্ষক মো. ছানা উল্যাহ পাঠওয়ারী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৬৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- হাতি খায় এমন কোন পছন্দনীয় খাবার বাড়ির আশপাশ এলাকায় লাগাবেন না। খায়না এমন খাদ্য লাগাবেন।এতে করে হাতি লোকালয়ে এসে আপনাদের ক্ষতি করবেনা বা আসবেনা। বন্যহাতি লোকালয়ে এসে তান্ডব করা বা ক্ষতিগ্রস্ত করা বনবিভাব ও লোকাল মানুষ দায় এড়াতে পারে না। কারণ এর পিছনে কোন না কোন কারনে আমরাই দায়ী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি মো. ছানা উল্যাহ পাঠওয়ারী বন সংরক্ষক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল বন ভবন উপরোক্ত বক্তব্যে করেন।

তিনি ইআরটিকে উদ্দেশ্য করে বলেন, বিদেশি প্রেসক্রিপশন দিয়ে বন চলেনা।একসময় এটা চলত এখন আর নয়।বন্যপ্রাণী বাঁচলে বন বাঁচবে বন বাঁচলে আমরা বাঁচব।হাতিকে বনের ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। সৃষ্টিকর্তা এক এক প্রাণীকে এক এক মেধা দিয়ে সৃষ্টি করেছে। দীর্ঘ ১০/১৫ বছরেও লোকালয়ে বন্যহাতি দেখা মিলেনি।কিন্তু আমরা বন ধ্বংস করে ওদের খাদ্য বিনষ্ট করার ফলে হাতি এখন লোকালয়ে আসছে এবং তান্ডব চালাচ্ছে। আসুন আমরা বন্যপ্রাণী রক্ষা করি আমরাও নিরাপদে থাকি। এতে করে সকলে সচেতন হতে হবে।

এসময় সহকারী বন সংরক্ষক আবু কাউসার, কাপ্তাই বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষা ফাঁড়ী কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক,রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, ইআরটি টিম সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি আয়ুব আলী,সদস্য মো. ইকবাল, একরাম, আবু বক্করসহ প্রায় ২০ জন ইআরটি সদস্য এসময় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions