বান্দরবান:- বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লক্ষীপদ দাসকে গ্রেপ্তারের খবরে বান্দরবানে মিষ্টি বিতরণ হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের স্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী স্কুল শিক্ষিকা সীমা দাশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর লক্ষীপদ দাসকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়। তাকে বান্দরবান নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৪টি মামলা রয়েছে। তাকে শীঘ্রই বান্দরবান নিয়ে আসা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com