রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই লগগেইট ১০ শয্যা হাসপাতালের আয়োজনে পথশিশু ও এতিম বাচ্চদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪মার্চ) বিকাল ৫টায় হাসপাতাল চত্বরে ১০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম কামরুল হাসান নিজ আয়োজনে প্রায় ২০০ পথশিশু ও এতিম বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেন।
এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য ইমান আলী, হাসপাতালের স্টাফ, মসজিদের ইমাম স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। আগত লোকজন হাসপাতালের চিকিৎসকের এ ধরনের আয়োজনকে মহতি উদ্যোগ ও ভূয়সী প্রশংসা করেন। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সকল পথশিশু ও এতিম বাচ্চাদের মাঝে এসময় ভিটামিন সিরাপ বিতরণ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com