ডেস্ক রির্পোট:- যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরা নামে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করায় ধর্ষকের শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ।
রবিবার (২৩ মার্চ) সকালে জেলা শহরে প্রেসক্লাব চত্ত্বরে সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে বান্দরবান জেলা শাখার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম আয়োজনে আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত কর এই প্রতিপাদ্য এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, যশোরের কেশবপুর থানার অনন্ত সাহাপাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের ত্রিপুরা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দিতে খ্রিস্টফার সরকার বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে।
তাই হোস্টেলের পরিচালক খ্রিস্টফার সরকার ও সকল দোষীদের গ্রেফতার করার পাশাপাশি পরিবারকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান বক্তারা।
এর আগে গত ১৪ মার্চ যশোরের কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশন থেকে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যনে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান জেলা শাখার সভাপতি লাভেদ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সহ সভাপতি জন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক গুংগাজলি ত্রিপুরাসহ বিভিন্ন ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com