খাগড়াছড়ি:- “বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্ণবাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলঅমীর আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও খাগড়াছড়ি প্রেসক্লাবেরযুগ্ম সম্পাদক সমির মল্লিক প্রমূখ।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ বর্তমান সময়ের দাবি। বন রক্ষা করলে জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি ছড়া-ঝিরিতে পানি উৎস বাড়বে। প্রাকৃতিক বন রক্ষা এবং পাড়া বনের তৈরিতে সচেতন একই সাথে বন ও বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ’কে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com