রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারিতে তিন নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রঙির অনুসারী নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটে।
মারামারির ঘটনায় আহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন– মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মাথা ফেটে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুনেছি।’ চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আহতের খবর পাইনি।’ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানিয়েছেন, ‘সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের মাথায় ফেটে গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com