রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় ঘুরিঘুরি বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলায় নিজ কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানাযায়, সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে দশ মিনিটের ঘুরিঘুরি বৃষ্টিপাত ও বজ্রপাত হতে থাকে। তখন হঠাৎ এক বিকট শব্দে বজ্রপাতের আঘাত জাবেদের শরীরে এসে লাগে। তৎক্ষনাৎ তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com