রাঙ্গামাটি :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মো: মাসুদ। তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকার বাসিন্দা।
শনিবার (১৫মার্চ) বিকাল ৫টায় এই ঘটনা ঘটে বলে জানান ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে। তিনি আরোও জানান ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মাসুদ নিজ ঘরে আত্মহত্যা করেছে। তবে সে খুবই মদ্যপানে আসক্ত ছিল।
কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com