খাগড়াছড়ি:-হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়িতে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে মাটিরাঙা, রামগড়, সদর উপজেলা, পানছড়ি, গুইমারায় ১৮ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসক জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী অভিযানে সব ভাটাগুলো করা হয়। অভিযান শেষে আগামী ১৭ মার্চ হাইকোর্টে আমরা প্রতিবেদন দাখিল করব। জেলায় ৪৯ টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজ অভিযান করে ১৮টি করে বন্ধ করে দেয়া হবে।
এর আগে বিভিন্ন উপজেলায় ইটভাটাগুলোতে একাধিক অভিযান চালিয়ে জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করলেও এবার সব ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করা হল।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com