খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোমতি ইউপির মালেক মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আবুল হাশেম দিদারুল আলম (২৭) খোরশেদ আলমের ছেলে,জহিরুল ইসলাম (৩২) ও মোকসুদ আলীর ছেলে শাহীন আলম (৩৪) কে ২২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে মাটিরাঙ্গা বাজার এলকা হতে
এসএম জামালের ছেলে এস এম তারেক (২৪) ১১পিচ ইয়াবা ও রসুলপুর এলাকার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসমি আব্দুল মালেক ছেলে মো: রফিকুল ইসলাম (২২) এবং আওয়ামীলীগের সক্রিয় কর্মী মধ্য মুসলিমপাড়া নুর মোহাম্মদের ছেলে আল ইমরান রিপন (৪৪)কে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাকে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com