খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে বাসিন্দা মোঃ খলিলুর রহমান ৮ বন্ধু মিলে সাজেক ঘুরার উদ্দেশ্যে ২রা মার্চ খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হয়। ৩রা মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।
সকাল সাড়ে দশ টায় দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আমবাগানের নিয়ে যায় গাড়ি উল্লিখিত ঘটনাস্থলে পথরোধ করে মাহিন্দ্র গাড়ি হতে নামতে বলে।
ওসি আরো বলেন, এসময় তাদের সারা রাত আটকে রেখে বিশ লক্ষ টাকা মুক্তিপণ চায় পরে বিভিন্ন একাউন্টে ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকাসহ মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। বিষয়টি রোববার রাতে খবর পেয়ে অভিযান শুরু করি।
অপহারণের শিকার পর্যটকদের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল, সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গায় থেকে একটি দেশীয় দা সহ আটক করা হয় বলে জানান ওসি।
এই ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মোঃ খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com