রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরকল থানাধীন শুভলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে উপুড় হয়ে ভাসছে মরদেহটি।
শুক্রবার সকাল থেকে লাশটি ভাসতে থাকতে দেখে বরকল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বরকল থানার অফিসার ইনচার্জ কায় কিসলু বিষয়টির নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি।
স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা ধারনা পাওয়া যাবে।
ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে আনলে এবং পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে আশা করছি।
এদিকে, উদ্ধারের পর দেখা গেছে পানিতে ভাসতে থাকা মরদেহটি বাঙ্গালী সম্প্রদায়ের হলেও তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com