রাঙ্গামাটি:- যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা ও আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিন এর পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির অস্থায়ী কার্যালয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকায় যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা ও আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিন এর পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির উপদেষ্ট নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।
ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিএইচটি নিউজের সম্পাদক এসএম শামসুল আলম,বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর সভাপতি মওলানা মো. জসিম উদ্দিন, খেলাফত মজলিশ এর সভাপতি মওলানা মো. আবু বক্কর ছিদ্দিক, উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা সংবর্ধনা ও ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এসময় বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর সাধারন সম্পাদক শামসুল আলম, খেলাফত মজলিশ এর সাধারন সম্পাদক মওলানা ওমর ফারুক, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ধীমান বড়ুয়া, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা রাজু, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সহ সভাপতি রাখি ত্রিপুরা, ভুমিহীন সংহতির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com