ডেস্ক রির্পোট:- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে তারা (ম্যাক্রো ও স্টারমার) কিছুই করেননি।’ শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডনাল্ড ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনও কার্ড নেই। আমার মনে হয় না তিনি মিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না।’
তবে বিবিসি বলছে, ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রো ও স্টারমারের সমালোচনা করলেও ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন।
এদিন জেলেনস্কির আরও সমালোচনা করে তিনি বলেন, ‘এই লোককে আমি অনেক বছর ধরেই দেখছি, যখন তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার লোকজন নিহত হচ্ছেন। একই সঙ্গে তার সেনারাও ধ্বংস হচ্ছে।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com