রাঙ্গামাটি:- চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্র আহত হয়েছেন। এদের মধ্যে জুয়েল দাশ (৪৫) নামের একজনের অবস্থা গুরুতর। অন্যরা হলেন- দিপংকর দত্ত (৪৩), সুজন চৌধুরী (৪২) ও মিলন চাকমা (২০)। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে ঘাগড়া কলাবাগান মহিষছড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। রাঙ্গামাটি শহর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা সুপার সার্ভিস চট্রমেট্রো ব-১১-০১৮৮ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।
বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে এক যাত্রী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালান। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়া জুয়েল দাশ চট্টগ্রামের টেরী বাজার এলাকার বাসিন্দা। এছাড়া দীপংকর দত্ত চট্টগ্রামের বহদ্দারহাট ওয়াশা গলি, সুজন চৌধুরী কক্সবাজারের চকরিয়া এবং মিলন চাকমা রাঙ্গামাটির লংগদুর ডানে আটারকছড়া এলাকার বাসিন্দা।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. এন্হনী চাকমা জানিয়েছেন- আহত চারজনের মধ্যে গুরুতর আহত জুয়েল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। বাকী তিনজনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com