খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী (৪৫) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রামগড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য একিসাথে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সে পৌরসভার ফেনীরকুল এলাকার আবদুল ওহাব চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com