রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়ে।
হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগে থেকে সিদ্ধান্ত ছিল জুম চাষের জন্য পুরো পাহাড়ে ১৭ ফেব্রুয়ারি একযোগে আগুন লাগানো হবে। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি আগত পর্যটক ও স্থানীয়রা।
পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখিন হতো অসংখ্য পর্যটক। শুধু তাই নয় এ আগুন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে। জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে জানান তারা।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) বলেন, পাহাড়ে আগুন দেওয়ার বিষয়ে তারা আগে সিদ্ধান্ত নিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে তাদের প্রস্তুতিও ছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে।
ইউএনও আরও বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com