রাঙ্গমাটি:-রাঙ্গমাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে রাঙ্গমাটি ডিপ্লোমা ইন্সটিটিউট মিলানায়তনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন।
সংগঠনটির জেলা কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান হাবিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি, ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি হোসেন মল্লিক, গণ অধিকার পরিষদ রাঙ্গমাটি জেলার সমন্বয়ক বিপিন চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন,এস এম বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে। জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এখনো তাদের দোসরা আশেপাশে আছে। তাদের প্রতিহত করতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com