খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পাবত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমন্বয়হীনতা ও পরিষদ গঠন পরবর্তী তিন মাসের দৃশ্যমান কোন প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকালে রিজিয়ন কমান্ডারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মূখ্য নির্বাহী কর্মকর্তা, সদস্য,পরিষদের সিনিয়র কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রিজিয়ন কমান্ডার ।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘ফ্যাস্টিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিষদ গঠিত হয়। এই পরিষদকে নিয়ে খাগড়াছড়িবাসীর অনেক প্রত্যাশা আছে। তবে নানা কারণে গত তিন মাসে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোন দৃশ্যমান উন্নয়ন প্রকল্প নিতে পারেনি। জেলা পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যে ও আস্থার অভাব লক্ষ্য করা গেছে।
এসময় উন্মুক্ত আলোচনায় সদস্যরা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুুরার অনিয়ম ও স্বেচ্ছাচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিষদের ১৪ সদস্যের মধ্যে ১২ জন সদস্য। এছাড়া চেয়ারম্যানের অসহযোগিতা ও একক কতৃত্বের কারণে জনবান্ধব কোন কর্মসূচি নিতে পারছে না বলে অভিযোগ করেন পরিষদেরর সদস্য।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ শীতে কষ্ট পেলেও পরিষদের পক্ষ থেকে কোন শীতবস্ত্র বিতরণ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিষদের মূল উদ্দেশ্য হবে খাগড়াছড়িবাসীর উন্নয়ন। এজন্য জনগণের কাছে যেতে হবে,তাদের সমস্যা কথা শুনতে হবে, জনবান্ধব প্রকল্প হাতে নিতে হবে।
খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মো. আরিফ, এএসইউ’র ডেট কমান্ডার লেফটেন কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর,খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে.কর্ণেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী সুমন চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত জিএসও-২ ক্যাপ্টেন মো. মাজহারুল ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সম্পাদক নিপু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জহুরল আলম,যুগ্ন সম্পাদক সমীর মল্লিক উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ক্ষোভ প্রকাশ করেন ও প্রতিকার চান।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারিয়ারী খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com