ডেস্ক রির্পোট:- যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত করা হবে না। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (ওএইচসিএইচআর) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের উদ্দেশে বলা হয়েছে, জাতিসংঘ শান্তি মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন, যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন, তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যথাযথ স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত জাতিসংঘের শান্তি অভিযান বিভাগে মনোনয়ন স্থগিত রাখা হবে। ২০২১ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের অভিজাত আধাসামরিক বাহিনী র্যাব এবং এর সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর মানবাধিকার-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে শত শত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরের বছর, জাতিসংঘকে পাঠানো একটি চিঠিতে, ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করে যে শান্তিরক্ষা মিশনে র্যাবের সদস্যদের মোতায়েনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
সূত্র : টিবিএস নিউজ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com