ডেস্ক রির্পোট:- যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরুর পর সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৯২৪ জনকে।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযানে ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে , অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য,গত শনিবার থেকে সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করে যৌথ বাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে এই অভিযান বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com