রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অবস্থিত দীপঙ্কর তালুকদার কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে।
রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের নামে এই কলেজটির নামকরণ ছিল এতদিন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, 'দীপংকর তালুকদার কলেজ' নাম পরিবর্তন করে 'বেতবুনিয়া কলেজ' নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ কাউখালি উপজেলাবাসী সবাই চাই সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যাক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, বেতবুনিয়া দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে 'বেতবুনিয়া কলেজ' নামকরণ করা।
আমাদের দাবি মেনে নিয়ে জেলা পরিষদ প্রজ্ঞাপন জারি করায় আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com