রাঙ্গামাটি;- আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীঃ তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।
এছাড়া হস্তান্তর অনুষ্ঠানে রাবিপ্রবি'র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী জনাব এস এম সাফিন হাসান, জনাব মোঃ জাফর আলী সিকদার, সহকারী প্রকৌশলী , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, জনাব বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব আলো জ্যোতি চাকমা, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর প্রকৌশলী জনাব হাসান মোহাম্মদ জাকারিয়া এবং প্রকৌশলী জনাব এ এফ এম ইসহাকসহ রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি'র প্রকৌশলীগণ ,কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চারটি অত্যাবশকীয় ভবনগুলো (একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল) আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা শেষে রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশকীয় ভবনের জায়গা পরিদর্শন করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com