বান্দরবান:- সারাদেশের ন্যায় বান্দরবানে ডেভিল হান্ট অভিযানের সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ঝুন্টু দাশকে আটক করেছে যৌথবাহিনী । মঙ্গলবার বিকেলে শহরে পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আটককৃত সেলিম রেজা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অপর জন পৌরসভার দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট পরবর্তীতে ঝুন্টু দাশের বিরুদ্ধে দুইটি নাশকতা মামলা দায়ের করে ছাত্র-জনতা। অপর জন সেলিম রেজাকে ছাত্র আন্দোলনের হামলার নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়। বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর অভিযানে দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com