ডেস্ক রির্পোট:- বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারকে ছাড়াই ক্যাম্পে থাকা বাকিদের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ৩৬ ফুটবলারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বাফুফে।
পিটার বাটলারের অধীনে যারা অনুশীলন চালিয়ে যাচ্ছে তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। জানুয়ারির মাঝামাঝি থেকে এটা কার্যকর হচ্ছে।
বাফুফে সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ৫৫ জনের সঙ্গে চুক্তি করা হবে। আপাতত অনুশীলন চালিয়ে যাওয়া ৩৬ জন আজ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। এর মানে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের পথ এখনো খোলা আছে।
তারা চাইলে যেকোনো সময়ে অনুশীলনে ফিরতে পারবেন এবং এরপর তাদেরও চুক্তির আওতায় আনা হবে বলেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
এবার সাফ জেতা দলের সদস্য আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কোহাতি কিসকো, মুনকি, ইয়ারজান বেগম, আইরিন আক্তার, স্বপ্না রানীদের সঙ্গে সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা, হালিমারা শুরু থেকে বাটলারের অধীনে অনুশীলন করেছেন। এরপর তাদের সঙ্গে যোগ দেন অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। এ মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত সফরে বিদ্রোহ করা খেলোয়াড়দের না রাখার সম্ভাবনাই বেশি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com