রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে একটি হাতি শাবক উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া চিতাখোলা এলাকা থেকে হাতি শাবকটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল থেকেই হাতি শাবকটি সড়কের পাশেই একটি খাদে পড়েছিল।
বন বিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি টিম হাতির শাবকটিকে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে।’
বন বিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘হাতির শাবকটি বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবকটি উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। এই ২৪ ঘন্টা আমরা সিদ্ধান্ত নেব শাবকটিকে কোথায় রাখা যায়।’
এদিকে, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববার থেকে ওগারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছে। বিষয়টি বনবিভাগকেও অবগত করা হয়েছে। আজ (সোমবার) একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে খবর পেয়েছি। হাতির শাবকটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়। তারা শাবকটি উদ্ধার করে বন বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com