রাঙ্গামাটি:- আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে রাঙ্গামাটিতে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। আজ বিকালে রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
রবিবার ৯ ফেব্রæয়ারী বিকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে অভিযান কার্যক্রম শুরু করেন পুলিশ ও ডিবি পুলিশ। বিকালে রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করে পুলিশ ও ডিবি পুলিশ। এর আগে ডিবি পুলিশ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের বাস ভবনে অভিযান পরিচালনা করলে তাকে তার বাসায় পাওয়া যায়নি। পরে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাস ভবনে অভিযান চালিয়ে সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করে। অপরদিকে রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের শাহজালাল মাঝি, মাওলা মিয়াকেও আটক করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানান, ডেভিল হান্টের অংশ হিসাবে ইতিমধ্যে রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী ও শ্রমিকলীগের শাহজালাল মাঝি, মাওলা মিয়াকে আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com