ডেস্ক রির্পোট:- নগরীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ আওয়ামী, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসু, মো. সৌরভ, মো. জোবায়ের হোসেন রানা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান, তন্ময় সেন শিবু, মো. এমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, মো. দিলু মিয়া প্রকাশ দেলোয়ার, রাজিবুর রহমান রুবেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মো. কামরান উদ্দিন, মো. হানিফ, মো. কায়েস, মো. আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, মো. সোহেল ও রাসেল আহমেদ।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com