রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বারের সিনিয়র আইনজীবি,জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদকে আগামী সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে রাঙ্গামাটি জেলা জামায়াত।
বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি জেলা জামায়াত কার্যালয়ে জেলা উপজেলার দায়িত্বশীলদের এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম।
তিনি জানিয়েছেন, জেলা উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের এক সভায় সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ এই ঘোষণা দিয়েছেন।
রাঙ্গামাটি বারের এই সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহমেদ রাঙ্গামাটি ইসলামী সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com