ডেস্ক রিপেৃাট:- বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মুদ্রিত বা ছাপা পত্রিকা পড়েন না, আর ৯৪ শতাংশ রেডিও শোনেন না। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা জরিপে এ তথ্য উঠে এসেছে। গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের জরিপ বাংলাদেশে এটিই প্রথম।
জরিপের তথ্য অনুযায়ী, মানুষ মুদ্রিত সংবাদপত্র কম পড়লেও অনলাইন সংষ্করণ পড়ছেন মোবাইলে। জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য এখনো মানুষ টেলিভিশন দেখেন। তবে তথ্য সংগ্রহের মাধ্যম হিসাবে রেডিও’র প্রাসঙ্গিকতা খুবই কম।
জরিপে গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন, সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত দেখার আকাঙক্ষার কথা বলা হয়েছে। তবে জরিপে অংশ নেওয়া বেশিরভাগ উত্তরদাতাই বলেছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।
গণমাধ্যম বিষয়ক জাতীয় এ জনমত জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মানুষ বলেছেন মুদ্রিত সংবাদপত্র পড়েন না তারা। কারণ হিসেবে ৪৬ ভাগ অংশগ্রহণকারী বলেছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা। টেলিভিশনের ক্ষেত্রে এ হার ৫৩ শতাংশের বেশি। তবে জরিপে অংশগ্রহণকারী ৬৫ ভাগ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন।
এ পরিসংখ্যানে রেডিও’র অবস্থা খুবই নাজুক। ৯৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা রেডিও শোনেন না। তাদের ৫৪ শতাংশ বলেছেন তারা রেডিও শোনার প্রয়োজন মনে করেন না। প্রায় ৩৫ শতাংশ অংশগ্রহণকারী রেডিওর অপ্রাপ্যতার কথা বলেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com