ডেস্ক রির্পোট:- দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ২০২১ সাল থেকে তিনি আর মিডিয়ার সামনে আসছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তিনি। গুঞ্জন ছিল তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। সে কারণেই আড়ালে রয়েছেন। বিয়ের বিষয়টি কাউকে জানাতে চাইছেন না। এদিকে পপি যখন এতটা সময় আড়ালে তখন তার বিরুদ্ধে উঠলো অভিযোগ। আর সেই অভিযোগ খোদ তার পরিবারের তরফে। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে পপির নামে জিডিও করা হয়েছে। নায়িকা পপি ছাড়াও তার তিন বোন ও দুই ভাই রয়েছে। অথচ বাবার জমি পপির একারই চাই! এ রকম অভিযোগ স্বয়ং বোনদের। সেই জমি দখলের চেষ্টা করেছেন পপি। এ রকম অভিযোগে ৩রা ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় তার নামে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ওই জমির কাছে হাজির হন পপি। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। পপির মা মরিয়ম বেগম জানান, বিয়ের কিছুদিন পর স্বামীর প্ররোচনায় পপি তাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি দখলের চেষ্টা করছে। তাদের হয়রানির মধ্যে রাখা হয়েছে বলেও অভিযোগ তার। পপির বোন ফিরোজা পারভীন বলেন, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে পপি সবার বড়। সে অনেক বছর ধরেই বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা এ নিয়ে হয়রানির মধ্যে আছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। এদিকে গোপনে বিয়ে করে বেশ কয়েক বছর ধরে শোবিজ থেকে সরে গেছেন পপি। যদিও এখন পর্যন্ত বিয়ে বা সন্তান জন্মের খবর নিয়ে মুখ খোলেননি তিনি। বেশ কয়েক বছর ধরে খুলনাতেই থাকছেন তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com