কাউখালী,রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়ার ডাকবাংলো এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে থেকে টিটু (৩৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয়।
সে শামীম কোম্পানির ইটভাটার ইঞ্জিন মিস্ত্রি এবং তার বাড়ী রাউজান বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের মুখমন্ডলে আঘাতের চিহৃ রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচাজ সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাউখালী থানার উদ্দেশ্য রওনা দিয়েছে।
উল্লেখ্য যে গত সোমবার বিকেলে বেতবুনিয়ায় তৃতীয় লিঙ্গের একজনকে গলাকেটে হত্যার এক দিন পর একই সময়ে গতকাল মঙ্গলবার বিকেলে ইটভাটা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় ঘটে যাওয়া আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com