ডেস্ক রির্পোট:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৮ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪৭ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
গত ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের লাশ একের পর এক উদ্ধার করা হচ্ছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপ থেকে ১৮ জনের লাশ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬১২ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ হাজার ২২২ জন এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের এই চুক্তিতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েল তার হামলা চালিয়ে গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com