বান্দরবান:- বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করেছে ৫৭ বিজিবি।
রবিবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী লইক্রী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদ।
বিজিবি জানায়, সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় পপি চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদের নির্দেশনায় নায়েক মো. আবু সাঈদ নেতৃত্বে ১০ জন সদস্যের একটি টহল দল অভিযানে নেতৃত্ব দেয়। এসময় সীমান্তবর্তী লইক্রী দুর্গম পাহাড়ি এলাকায় সাতটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ মাদক উৎপাদনে কাঁচামাল পপিক্ষেত ধ্বস করা হয়। যার বাজারের মূল্যে ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদ বলেন, গোপন সংবাদ পেয়ে সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। পাহাড়ের এসব নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করতে বিজিবি অভিযান অব্যহত রয়েছে ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com