ডেস্ক রির্পোট:- কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগোর মাঝে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবির প্রতীক দেওয়া হয়েছে। সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহা বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।
পুরোনো লোগোতে দেখা যায়, ওপরে শাপলা ও দুই পাশে পাটপাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।
নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। সেই স্থানে যুক্ত করা হয়েছে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন।
এর আগে অন্তর্বতী সরকার পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাকও পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। করতে যাচ্ছে বলেও ইতোমধ্যে খবর এসেছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com