খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নানা জটিলতা ও অনেক ভোটার হওয়ার যোগ্য ভোটার হতে পারছে না বলে মত দেন।
সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা নির্বাচন অফিসার কামরুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেনসহ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com