রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলীতে অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাস্টার বাড়ির পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আওয়াল মাস্টার বাড়ির এক ছেলে ওই পুকুরের পানি আনতে যায়। একপর্যায়ে পুকুর ধারে নবজাতকের লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে রাজস্থলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com