খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। একই অভিযোগে বগুড়া–৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবাল সনির বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি।
গত বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলা দায়েরের এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খবর বিডিনিউজের।
মামলায় অভিযোগ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সদর উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশের গোলাবাড়ি মৌজায় ৪ একর খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে খাস্রাং রিসোর্ট নির্মাণ করেছেন। মৌজা দর অনুযায়ী সে জমির দাম ১ কোটি ২ লাখ ৬ হাজার টাকা। কিন্তু বাস্তবে এ জমির বাজারমূল্য অনেকগুণ বেশি। সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করে তিনি দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগ আনা হয়েছে কুজেন্দ্রলালের বিরুদ্ধে।
সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে ২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ১০টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়েছে। হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সনির বিরুদ্ধে ৪ কোটি ১৬ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৫টি ব্যাংক হিসাব ৪৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেনের তথ্য তুলে ধরে এগুলোকে সন্দেহজনক দাবি করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com