বিনোদন ডেস্ক:- সম্প্রতি শরীর চর্চা করতে গিয়ে আহত হন অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর তাই বন্ধ হয়ে যায় সালমান খানের সঙ্গে তার ‘সিকান্দার’ সিনেমার শুটিং। এরইমধ্যে বিমানবন্দরে দেখা মেলে অভিনেত্রীর। দেখা যায়, নিজ পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না তিনি। হুইল চেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে। তার পরবর্তী সিনেমা ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবসর নেয়ার ইঙ্গিত দেন। এ ছবিতে মারাঠা রানী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করে অত্যন্ত আনন্দিত জানিয়ে তিনি বলেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই। রাশমিকা বলেন, ‘ছাবা’ ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই সিনেমায় রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com