রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. রিপন (৫০) রাঙ্গামাটির কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকার বসবাসরত মো.ইউসুফের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ জানান, কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার এজাহারভুক্ত আসামি মো. রিপনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিপনকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com