খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা মানিকছড়ির ময়ুরখীল এলাকায় পারিবারিক কোন্দলনের জেরে পিতা বিনোদ বিহারী মজুমদারকে (৭২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্ম জখম করে তার ছেলে খোকন মজুমদার (৩৫)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ময়ুরখীল এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর আত্মীয়-স্বজনেরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবা। ঘাতক বড় ছেলে বর্তমানে পলাতক রয়েছে। বাবার লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com