রাঙ্গামাটি:- ‘জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো বেশি গতিশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে চাই। এজন্য অতীতের মত সকলের সহযোগিতা চাই’- বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. মোঃ আতিয়ার রহমান।
মঙ্গলবার(২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের বিষয়েও নজর দেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিউটিফিকেশনের কাজ শুরু করেছি। সামনের মাসে নতুন চারটি ভবনের কাজ শুরু হবে। যার মধ্যে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন ও দুইটি ছাত্রাবাস রয়েছে। কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চেহারায় আমূল পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের অনুষদের ডিন সূচনা আক্তার, বিজ্ঞান অনুষদের ডিন ধীমান শর্মা, ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়নমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক আবদুল গফুর,
রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মদ,এসএম শামসুল আলম, সাবক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রির্পোটাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক মোঃ সোলাইমান, শান্তিময় চাকমা, উড়াল মনি চাকমা হিমেল, সৈকত রঞ্জত চৌধুরী,আলমগীর মানিক প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com