রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম মহানগর এলাকার খুলশী একটা বাসা বাড়ি হতে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ।
ওসি আরোও জানান, কাপ্তাই থানার কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে গ্রেফতার করা হয়েছে।
অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়। এছাড়া একই মামলার এজাহারনামীয় ২২নং আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা। আটককৃতদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com