খাগড়াছড়ি:- খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরো ১২টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। এ নিয়ে এক দিনে জেলার ১৬টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন। এ সময় সাড়ে ১৩ লাখ টাকা অর্থদণ্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়।
সোমবার সকালে সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ জানান, ইটভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ইট ভাটার বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিক্স ১ লাখ ও ফোর বি ভাটা’কে ১ লাখ টাকা জরিমানা করা হয। এসময় ফায়ার সার্ভিস,বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এবিসি ,এসএন্ডবি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। চার ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লী নেভানো হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে খাগড়াছড়ি সদরে ৪টি,দীঘিনালায় দুইটি,রামগড়ে ৫ এবং মাটিরাঙা ৫টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। এসময় ১৬ টি ভাটাকে সাড়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেয়া হয়।
উল্লেখ এর আগে সদ্য বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর খাগড়াছড়ির ১৫টি ভাটায় মোবাইল কোর্ট চালিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা। পরে ইটভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে সোমবারের অভিযানে তা বন্ধ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com