খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার পৃথক অভিযানে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করে ডিবি।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিব শংকর দেব খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। গতকাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার ঠিকাদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অভিযান চালিয়ে শহরের ব্যবসায়ী শিব শংকর দেব ও ঠিকাদার আবুল কালাম আজাদকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিব শংকর দেব এখনো থানায় পুলিশি হেফাজতে রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com