রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে উৎপাদিত মৎস্যকে শুটকিতে রূপান্তর করতে পারলে এটি এ অঞ্চলের জন্য অর্থনৈতিক বড় খাত হতে পারে বলে মন্তব্য করেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে রাঙ্গামাটি পৌরসভার মিলনায়তনে মৎস্যজীবীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। অবৈধ জালের কারণে মাছের পোনা ধ্বংস হচ্ছে। হ্রদ থেকে উৎপাদিত মাছ দিয়ে তৈরি শুটকি হতে পারে মৎস্যজীবীদের জন্য নতুন অর্থনৈতিক খাত। এজন্য শ্রম অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে মৎস্যজীবীদের নির্দেশনা দেন। পাশাপাশি মৎস্য শিকারে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে মৎস্যজীবীদের অনুরোধ জানান।
সচিব এ এইচ এম সফিকুজ্জামান মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, মৎস্যজীবীরা বাঁচলে রাঙ্গামাটি বাঁচবে। আপনাদের নিয়ে রাঙ্গামাটি ব্রাডিং করছি। কৃষি ঋণের ফেরালাল হিসেবে মৎস্যজীবিদের ঋণ দিতে তিনি উর্দ্ধতন মহলকে অবহিত করবেন বলে জানান। সচিব এসময় মৎস্যজীবিদের ট্রেড ইউনিয়ন করার পরামর্শ প্রদান করেন।
সভায় মৎস্য ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ চাল দেওয়ার পাশাপাশি বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতে সচিবের কাছে অনুরোধ জানান মৎস্যজীবিরা।
রাঙ্গামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এসময় শ্রম অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আবু আশরীফ মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন, রাঙ্গামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি জেলার উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ এবং কর্ণফুলী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শহর আলী বক্তব্য রাখেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com