ডেস্ক রির্পোট:- দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে।
রবিবার (১৯ জানুয়ারি) ধানমণ্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চলছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এস কে সুরের বাসায় অভিযান চালাচ্ছে।
আপনাদের এসংক্রান্ত তথ্য পরে জানানো হবে।
গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com